সাগরে মাছ ধরার ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ১

নিহত রাসেলের লাশ উদ্ধার করা হচ্ছেনোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে সাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে সময় একজন নিহত, একজন নিখোঁজ এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪টায় এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য জানান।

নিহত ব্যক্তির নাম মো. রাসেল উদ্দিন বেচু (২৫)। তিনি আমতলী বাজারের ব্যবসায়ী গোলাম মাওলার ছেলে। নিখোঁজ থাকা মো. সোহাগ (১৫) একই বাজারের কাঁকড়া ব্যবসায়ী জাবের বেপারির ছেলে। তাদের বাড়ি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে।

ওসি আবুল খায়ের জানান, ভোর ৪টার সময় জাহাজমারা আমতলী ঘাটের হাসান মাঝির ট্রলারযোগে নিঝুম দ্বীপের ১২ কিমি দক্ষিণ-পশ্চিমে ১৩ জন সাগরে মাছ ধরতে যায়। এ সময় জোয়ারের পানির তোড়ে ট্রলারটি ডুবে যায়।