ছাত্রনেতা বিজয়কে কুপিয়ে আহতের মামলায় অপর চার ছাত্রলীগ নেতা শ্রীঘরে

ছাত্রনেতা বিজয়কে কুপিয়ে আহতের মামলায় গ্রেফতার চার আসামি

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, জেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিন (২০), একই মহল্লার বাসিন্দা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয় (২৩) ও জাহিদুল ইসলাম (২১) এবং দিয়ারধানগড়ার সাগর (২০)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) দিনভর সদর উপজেলার বহুলী ও চক শিয়ালকোল গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

এদিকে, গ্রেফতারের পরপরই আদালতের মাধ্যমে তাদের বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আনিসুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে জেলা ছাত্রলীগ দোয়া মাহফিলের আয়োজন করে। ওই মাহফিলে যোগ

দিতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বিজয় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

দলীয় কোন্দলের জের ধরে এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করার ঘটনায় জেলা ছাত্রলীগের দু’সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

অপরদিকে, ছোট ভাই বিজয়কে মারধর ও কুপিয়ে আহতের ঘটনায় তার বড় ভাই রুবেল আহম্মেদ বাদী হয়ে জেলা ছাত্রলীগের দু’সাংগঠনিক  সম্পাদক শিহাব আহম্মেদ জিহাদ ও আল আমিনসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

আহত এনামুল হক বিজয় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ উপজেলার জামতৈল হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি।

এদিকে, এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণে শহরের মোড়ে মোড়ে বাড়তি পুলিশের টহল রয়েছে।