কুমিল্লা মেডিক্যালে উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু




কুমিল্লা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ছয় জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মেডিক্যালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত এপ্রিল থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৫৩ জন মারা গেছেন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১২৭ জন।

বুধবার (১ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়। এদের মধ্যে তিন জন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা (৭৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা (৫০) ও একই এলাকার আরও একজন। আইসিইউতে মারা যান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একজন (৮০), চাঁদপুর শাহরাস্তি উপজেলার একজন (৬৫) এবং কুমিল্লা বুড়িচং উপজেলার রামপুর এলাকার এক বাসিন্দা (৬৫)।

তিনি আরও জানান, ছয় জনের মৃত্যুর কারণে এপ্রিল থেকে হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৫ জন।