রামেক হাসপাতালে শিক্ষক, ব্যাংকারসহ ৫ জনের মৃত্যু




রামেকরাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকসহ দুই জন ও উপসর্গে ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ও শুক্রবার (৩ জুলাই) ভোরের দিকে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।


তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের এক শিক্ষকের এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানার জিয়াপার্ক এলাকার অপর এক বাসিন্দার। আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রিন্সিপাল অফিসার (৪০), মহানগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর এলাকার এক নারীর (৪৮) এবং নগরীর তেরখাদিয়া এলাকার অপর এক ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোকবার্তায় তিনি শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এখন পর্যন্ত রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। আর জেলায় আক্রান্তের সংখ্যা ৯০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৪ জন।