পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ মিছিল

রাষ্ট্রীয় পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার বেলা ১২টায় নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ এর আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

সংগঠনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, সমাজতান্ত্রিক শ্রমক ফ্রন্ট এর বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় ২৫টি পাটকলে প্রায় ২৬ হাজার শ্রমিক কর্মরত ছিল। করোনার এই মহামারির সময় সরকারিভাবে এই ২৬ হাজার শ্রমিকের পেটে লাথি মেরে তাদের পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়। পাটকল আধুনিকায়নের কথা বলে এসব প্রতিষ্ঠানকে ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে।

যেখানে মাত্র ১২০০ কোটি টাকা খরচ করে সরকারিভাবেই পাটকলগুলোর আধুনিকায়ন সম্ভব, সেখানে পাটকল বন্ধ করার জন্য ৫০০০ কোটি টাকা খরচ করা হচ্ছে। বক্তারা অবিলম্বে রাষ্ট্রীয় পাটকল বন্ধের এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশের পূর্বে টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়।