নওগাঁয় মৃত্যুর ৮ দিন পর করোনা শনাক্ত

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ক্ষুদ্রচাম্পা গ্রামের ৬০ বছরের কৃষক ইসাহাক আলী গত ২৭ জুন মারা যান। মৃত্যুর ৮ দিন পর প্রতিবেদন এলো তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর-এ মুর্শেদ শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, ইসাহাক আলী করোনার উপসর্গ নিয়ে প্রথমে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে করোনা আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। ২৫ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তিনি নিজ বাড়িতে গিয়ে গ্রাম্য এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। ৩ জুলাই প্রতিবেদন আসে ইসাহাক আলী করোনায় আক্রান্ত ছিলেন।

এ ঘটনায় তার সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৭ জন মারা গেলেন। জেলার করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৪২ জন।