নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরে মাছ শিকার, ৫ জেলেকে জরিমানা

চট্টগ্রামে মেরিন একাডেমি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরিন একাডেমি এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং উমর ফারুক এ জরিমানা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড অভিযানে সহায়তা করেন।

এ সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ২৫ জুলাই সাগরে মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধ সময়ে কিছু অসাধু নৌকার মালিক ও জেলে সরকারের নিষেধাজ্ঞা না মেনে চিংড়ি পোনামাছ ধরতে গিয়ে অন্যান্য সামুদ্রিক মাছের পোনাও নষ্ট করে দিচ্ছে এমন অভিযোগ পেয়ে আজ আমরা অভিযান পরিচালনা করি। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়

তিনি আরও বলেন, আমরা মেরিন ড্রাইভ এলাকায় গেলে খবর পেয়ে অনেক জেলে তাদের সমুদ্র তীরবর্তী পাঁতানো জাল রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধভাবে মাছ ও বিভিন্ন মাছের পোনা নিধন করার কাজে ব্যবহৃত প্রায় ছয় হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করে ফেলা হয়।