দ্বিতীয় টেস্ট ছাড়াই করোনা রোগীদের সুস্থ ঘোষণা

ফাইল ছবি করোনা আক্রান্ত রোগীদের দ্বিতীয় টেস্ট ছাড়াই এখন সুস্থ ঘোষণা করা হচ্ছে। শনাক্তের ১৪ দিন থেকে ২১ দিন পর করোনা রোগীদের কোনও উপসর্গ না থাকলে, টেস্ট ছাড়াই তাদের সুস্থ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এ ধরনের একটি নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর ফলশ্রুতিতে চাঁদপুরে গত তিন দিনে পরীক্ষা ছাড়াই প্রায় ৩০০ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৭ জুলাই একদিনেই চাঁদপুরের একযোগে ২৫৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা ঝোরা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী (National guidelines on Clinical Management of Coronavirus Disease 2019 version 7.0) রোগীর কাজে যোগদান বা ডিসচার্জ প্রদানে ফলোআপ টেস্টিংয়ের আর প্রয়োজন নেই। তথাপি বাংলাদেশের বিভিন্ন কোভিড-১৯ পিপিআর ল্যাবরেটরিতে আসা স্যাম্পল এখনও ফলোআপ রোগী থেকে সংগৃহীত হয় বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এ অবস্থায় সার্স কোভ-২ নির্ণয়ের পরীক্ষার নমুনা গাইডলাইন অনুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) সংগ্রহ ও টেস্টের জন্য পাঠানোর নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, দ্বিতীয় নমুনা না নেওয়ার জন্য নির্দেশনা কয়েকদিন আগেই দেওয়া হয়েছে। তারপরও আমরা দ্বিতীয় নমুনা নিচ্ছিলাম। এ কারণে আবারও চিঠি দেওয়া হয়েছে। এ অবস্থায় গতকালও সদর উপজেলায় ১০৩ জনকে সুস্থ ঘোষণা করেছি। এর মধ্যে অর্ধেকের বেশি রোগীকে দ্বিতীয় নমুনা পরীক্ষা ছাড়াই সুস্থ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, রোগী সুস্থ হয়ে গেলেও পজিটিভ আসতে পারে। একমাস পরও পজিটিভ আসতে পারে। কারণ, রোগী সুস্থ হওয়ার পর ভাইরাসের মৃত ভগ্নাংশের কারণেও পজিটিভ রেজাল্ট আসতে পারে। কিন্তু রোগীর মাধ্যমে ভাইরাসটি ছড়াবে না। এ কারণে শুধু শুধু স্যাম্পল নিয়ে ঝামেলার দরকার নেই। আমি ১৪ দিন পর করোনা রোগীর অবস্থা দেখে সুস্থ বলি। আর বলে দেই আরও ১৪ দিন অথবা অন্তত ৭ দিন ঘরে থাকার জন্য।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কাউছার হিমেল বলেন, এ উপজেলা থেকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৮০ ভাগেরই দ্বিতীয় নমুনা পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা পাওয়ার পর উপসর্গ না থাকা এবং ১৪ দিন পার হওয়ায় কয়েকজন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, যেহেতু এখন নির্দেশনা এসেছে তাই আর দ্বিতীয় নমুনা সংগ্রহ করা হবে না। করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর উপসর্গ না থাকলে, সুস্থ বলে ঘোষণা করা হবে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বলেন, যাদের ১৪ থেকে ২১ দিন পার হয়েছে তাদেরকে পরীক্ষা ছাড়াই সুস্থ ঘোষণা করা হচ্ছে। যখন আমাদের কাছে চিঠি আসলো দ্বিতীয় নমুনা আর করা যাবে না, তখন থেকেই আমরা আর দ্বিতীয় নমুনা সংগ্রহ করছি না।

তিনি আরও বলেন, চিঠি অনুযায়ী ১৪ দিন যাদের পার হয়েছে তাদেরকে সুস্থ ঘোষণা করা হবে। আর যাদের কিছু উপসর্গ থাকে তাদেরকে ২১ দিন পর সরাসরি সুস্থ ঘোষণা করা হবে। দ্বিতীয় নমুনা সংগ্রহ এবং পরীক্ষা আর হবে না।

গত দুই-তিন দিনে এ পদ্ধতিতে দ্বিতীয় নমুনার পরীক্ষা ছাড়াই প্রায় ৩০০ জন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।