কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৩

কুষ্টিয়া পদ্মা নদীতে নৌকা ডুবে ৪ শ্রমিক নিখোঁজ



কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৪ শ্রমিকের একজন শরিফুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বেলা পৌনে ১টার দিকে উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর চেয়ারম্যান ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
শরিফুল ইসলাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আ. জলিলের ছেলে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুজ্জামান জানান, বুধবার বেলা পৌনে ১টার দিকে কুমারখালীর পদ্মা নদীতে ডুবে যাওয়া নিখোঁজ ৪ জনের মধ্যে শরিফুল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নৌকা ডুবে ৪ জন শ্রমিক নিখোঁজ হন। উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সকালে দুটি নৌকায় উলু কাটার জন্য ৯ জন শ্রমিক যাচ্ছিলেন। এসময় পদ্মার প্রবল স্রোতে তাদের নৌকা ডুবে যায়। এতে ৫ জন শ্রমিক সাঁতরে পারে এলেও বাকি ৪ জন নিখোঁজ হন।