আইসোলেশনে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাসকরোনা আক্রান্ত হয়ে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেন।

মহিউদ্দিনের বাড়ি সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী গ্রামে। তিনি কোনাবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

জানা গেছে, গত ৩০ জুন করোনা শনাক্ত হলে তাকে ২ জুলাই মেডিক্যাল কলেজের আইসোলেশনে রাখা হয়। করোনা আক্রান্ত হয়ে তার দুই ছেলেও সেখানে ভর্তি আছেন।

ডা. মাহফুজুর রহমান সোহান জানান, মারা যাওয়া ওই ব্যক্তি আগে থেকে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও মানসিক রোগে ভুগছিলেন। তার দুই ছেলে সুস্থ আছেন।