করোনায় ইছামতি ডিগ্রি কলেজ অধ্যক্ষের মৃত্যু

108049732_278432800116746_7598464234116578059_n

করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান মারা গেছেন। বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

৩০ জুন করানোর উপসর্গ নিয়ে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ২ জুলাই তার করোনা পজিটিভ প্রতিবেদন আসে। এরপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে মারা যান তিনি।