কালীগঞ্জে এলাকাভিত্তিক লকডাউন শুরু

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হচ্ছে করোনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে এলাকাভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবর্ণা রাণী সাহা জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শহরের পৌরসভার তিনটি এলাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়।

লকডাউন এলাকাগুলো হলো– ২নং ওয়ার্ডের কলেজপাড়া, আলুপট্টি (ফয়লা) ও বনানীপাড়া (নিশ্চিন্তপুর)।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই তিনটি এলাকার মোড়ের রাস্তা বন্ধ করা হয়েছে। আগামী সাত দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে। এ সময় ওই এলাকা থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। লকডাউন করা এলাকায় পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। আগামীতে শহরের অন্যান্য এলাকা পর্যায়ক্রমে লকডাউন করা হবে।