বিছানায় ঘুমিয়ে থাকা শিশুকে পিষ্ট করলো ট্রাক

শিশু ঝিনুক। আরও ছোট বয়সে তোলা ছবি।

নিজের ঘরে বাবা-মায়ের পাশে বিছানায়  ঘুমিয়েছিল সাত বছর বয়সী ঝিনুক। হঠাৎ তাদের ঘরের ভেতর ঢুকে গেলো একটা চলন্ত ট্রাক। চিৎকারেরও সময় পেলো না কেউ। ঘরের ভেতর শিশুটাকে পিষ্ট করে দিলো দুর্ঘটনা কবলিত ট্রাকটি।

নরসিংদীর পলাশে সড়কে নিয়ন্ত্রণ হারানো এমন একটি ট্রাকের কারণে ঘরের ভেতর ঘুমন্ত সন্তানকে হারিয়েছেন শফিক মিয়া (৪২) ও রুমা বেগম (৩২)। এঘটনায় তারাও গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছে তাদের আরেক মেয়ে শাহাজাদী (১৬) ও তার নানা নূর হোসেন (৬৫)।   বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর পাশে দক্ষিণ চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পাশের ঘরটা আছে। আর ঝিনুকদের ঘর যেখানে ছিল সেখানে ঢুকে গেছে ট্রাক।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, ভোর রাতে গাজীপুর থেকে নরসিংদী যাওয়ার পথে রসুন ভর্তি ট্রাকটি ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্রাকটি সেতুর পাশে দক্ষিণ চরপাড়া গ্রামের একটি বসতঘর চাপা দেয়। এতে ঘুমন্ত অবস্থায় ঝিনুক (৭) নামে এক শিশু ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা-মা-বড় বোন ও নানা। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক বা হেলপারকে আটক করা যায়নি।

চালক-হেলপারের পরিচয় নিশ্চিত করে তাদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।