কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু




ছবি: সাজ্জাদ হোসেনগত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও দুই জন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

তিনি জানান, মৃতদের মধ্যে দুই জন পুরুষের বাড়ি বরুড়া (৭২) ও বুড়িচং উপজেলার রায়পুর গ্রামে (৬৫)। এছাড়া দাউদকান্দি উপজেলার এক নারী (৩৪) মারা যান।

এদিকে করোনা ও করোনা উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি আছে ৯৮ জন। এদের মাঝে ৪৩ জন করোনা পজিটিভ এবং ৫৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬৯ জন। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২৮০ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ২২৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৮ জন।

ছবি: সাজ্জাদ হোসেন