সপ্তাহের ব্যবধানে আদার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা

আদামাত্র এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি হওয়া আদার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। আগে প্রতি কেজি আদা ১৩০ টাকা কেজি দরে বিক্রি হতো। বর্তমানে তা কমে ১০০-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কয়েক দিন পরেই মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশে আদাসহ বিভিন্ন মসলার বেশ চাহিদা থাকে। বাড়তি এই চাহিদাকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে আদার আমদানি বেড়েছে। আগে মাঝে মধ্যে বন্দর দিয়ে আদা আমদানি হলেও এখন বন্দর দিয়ে নিয়মিত আদা আমদানি হচ্ছে। দেশের বাজারে চাহিদার তুলনায় আদার সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

আরও পড়ুন:

কোরবানি সামনে রেখে বাড়ছে মসলার দাম