বান্দরবানে অবৈধ পাথর জব্দ, মেশিন ধ্বংস

ভ্রাম্যমাণ আদালতের অভিযানবান্দরবানের রোয়াংছড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আনুমানিক দুই হাজার ফুট অবৈধ পাথর জব্দ করেছে। এ সময় একটি পাথর ভাঙার মেশিন ধ্বংস করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রোয়াংছড়ির তুলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাবেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আশরাফ সওদাগর নামে এক পাথর ব্যবসায়ী ঝিড়ি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে ভেঙে বিভিন্ন জায়গায় পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে তুলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পাচারের উদ্দেশে মজুত রাখা পাথর জব্দ ও একটি মেশিন ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’