মাদারীপুর শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকার ২০০ ফুট ধসে নদীগর্ভে

ধসে নদীগর্ভেআড়িয়াল খাঁ নদের ভাঙনে মাদারীপুর শহর রক্ষা বাঁধের লঞ্চঘাট এলাকার পূর্বপ্রান্তের ২০০ ফুটের বেশি জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। শনিবার (১ আগস্ট) বিকালে শহর রক্ষা বাঁধের ওই এলাকার ওয়াকওয়ে, সিসি ব্লক হঠাৎ করেই ধসে যায়।

স্থানীয়রা জানান, বিগত দুই সপ্তাহ ধরে আড়িয়াল নদের স্রোতের তোড়ে লঞ্চঘাটের ওই এলাকাসহ প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধের কয়েকটি অংশের ব্লকের নিচ থেকে মাটির সরে গিয়েছিলো। এ ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে লঞ্চঘাটের পূর্বপ্রান্তের বাধানো ঘাটের পাশের ব্লকের কিছু অংশ ধসে যায়। পরে বিকালে হঠাৎ করেই প্রায় ২০০ ফুট ব্লকসহ শহর রক্ষা বাঁধের ওই অংশ ধসে যায়। এতে বাঁধসংলগ্ন সবুজবাগ এলাকা আশপাশের অর্ধশতাধিক বাড়ি ভাঙনের মুখে রয়েছে।

ধসে নদীগর্ভে১এছাড়া স্রোতের তোড়ে শহর রক্ষা বাঁধের আরও অংশ ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। আরও ভাঙনের আশঙ্কায় বাঁধের পাশের সবুজবাগ এলাকার অনেক বাড়ি-ঘরের মালামাল সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার বিকালে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

ধসে নদীগর্ভে২এদিকে স্থানীয়রা বিকাল থেকেই তাৎক্ষণিকভাবে সিমেন্টের বস্তায় বালু ভরে ওই এলাকায় ফেলে ভাঙন প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, শহররক্ষা বাঁধের ওই অংশে নদীর স্রোত অত্যন্ত প্রবল। পানি উন্নয়ন বোর্ডের কাছে যে পরিমাণ বালুভর্তি জিও ব্যাগ আছে তা দিয়ে ভাঙন প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।