২৬ বছর বন্দি থাকার পর জেলেই মৃত্যু


গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ২৬ বছর ধরে বন্দি থাকা অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হানিফের (৭০) মৃত্যু হয়েছে। হানিফ নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচর এলাকার রহিম উদ্দিনের ছেলে। সোমবার (৩ আগস্ট) ভোর রাতে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম জানান, হানিফ কয়েকদিন ধরে অ্যাজমা রোগে অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। রাতে অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে নরসিংদীর শিবপুর থানার দায়ের করা মামলায় ১৯৯২ সালে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।