‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধযশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুজ্জামান ওরফে মনির (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে দোরমুটিয়া ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মনির ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।

কেশবপুর থানার ওসি জানান, সোমবার ভোররাতে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদ পেয়ে পুলিশ দোরমুটিয়া গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সে সময় ওই গ্রামের ইটভাটার কাছে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে উদ্ধার করে পুলিশ। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।