দেওয়ানগঞ্জে দুই মাথাওয়ালা মহিষ শাবকের জন্ম

দেওয়ানগঞ্জে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা মহিষ শাবকদেওয়ানগঞ্জে চরআমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মহিষের দুই মাথাওয়ালা এক শাবক জন্ম নিয়েছে। এলাকাবাসী জানায়, উত্তর মুকিরচর গ্রামের ফুলচাঁন মণ্ডলের নিজ পালের একটি মহিষ দুই মাথাওয়ালা এ বাচ্চা প্রসব করে।

বাচ্চাটির চারটি চোখ, চারটি কান, চারটি পা, দুই মুখ, দুই মাথা ও একটি লেজসহ জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হলেও কিছুক্ষণ পরেই সেটি মারা যায়।

এদিকে দুই মাথা মহিষের বাচ্চা নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা জানাজানি হলে আশপাশের এলাকার শত শত মানুষ ফুলচাঁন মণ্ডলের বাড়িতে ভিড় জমায় মহিষের বাচ্চাটি দেখতে। 

দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বাংলা ট্রিবিউনকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর মুকিরচর গ্রামের ফুলচাঁন মণ্ডলের নিজ পালের মহিষের শাবকটি জন্ম নেয়। তবে কিছুক্ষণ পরই সেটি মারা যায়।

জামালপুর জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।