পাবনায় কমছে যমুনার পানি, দেখা দিয়েছে ভাঙন

পদ্মার পানি এক সেন্টিমিটার বেড়েছেপাবনায় একদিন স্থীতিশীল থাকার পর কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। অন্যদিকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। তবে এখনও পানিবন্দি হয়ে রয়েছে পদ্মা ও যমুনা পাড়ের কয়েক হাজার মানুষ। সঙ্গে দেখা দিয়েছে নদীভাঙন। পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন এ তথ্য জানান।

মোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার (৪ আগস্ট) সকালে যমুনা নদীর পানি নগরবাড়ির মথুরা পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানি এক সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরা। বানভাসি এসব মানুষকে সহায়তা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।