করোনা আক্রান্ত হয়ে নওগাঁর প্রকৌশলীর বগুড়ায় মৃত্যু

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জুলফিকার আলী টেটু (৩৫) মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল আইসোলেশনে মারা যান।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা মৃতদেহ প্রস্তুতের পর হাসপাতাল চত্বরে জানাজা করেন। দাফনের জন্য মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শজিমেক হাসপাতাল সূত্র জানায়, নওগাঁ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি করোনা উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট শজিমেক হাসপাতাল আইসোলেশনে ভর্তি হন। ১০ আগস্ট তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে প্রকৌশলী জুলফিকার আলী টেটুর মরদেহ প্রস্তুত ও জানাজা করা হয়েছে। রাতেই তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।