পাহাড়ে ‘সন্ত্রাসীদের’ গুলিতে নারী নিহত

খাগড়াছড়িখাগড়াছড়ি জেলার দিঘীনালার বাবুছড়ায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত এবং তার শিশু সন্তান আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান দিঘীনালা থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার।

পুলিশের এই কর্মকর্তা জানান, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা বাবুছড়ায় অতর্কিত গুলি বর্ষণ করে। এ সময় স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগম  (৪০) পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে সঙ্গে সঙ্গে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

এছাড়া সন্ত্রাসীদের একটি গুলি তার ছেলে মো. আহাদের (১০) কানের পাশ দিয়ে যায়। সে আহত হলে তাকেও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাবুছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে যান। পুলিশ ধারণা করছে, পাহাড়ি কোনও রাজনৈতিক দলের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কেউ এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।