করোনায় না.গঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহেরের মৃত্যু

আবু জাহের (ছবি: সংগৃহীত)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের (৬৫) মারা গেছেন। শুক্রবার রাত দুইটার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর দুইটায় উপজেলার চৌধুরীবাড়ি এলাকায় নাসিম ওসমান মডেল স্কুলে জানাজা শেষে কোটপাড়া হাফেজিবাগ কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন বলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহেরের  আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। সম্প্রতি তিনি করোনা পজেটিভ হয়ে অনেক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, শুনেছি তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার মৃত্যু হয়েছে। সেখানেই করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন। এ কারণে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নেই।