আজ আমদানি-রফতানি হয়নি বেনাপোল বন্দরে

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বাংলাদেশের জাতির পিতাকে জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাতে এবং ভারতের স্বাধীনতা দিবস পালনের কারণে বেনাপোল স্থলবন্দরে আজ শনিবার (১৫ আগস্ট) আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। তবে সীমিত আকারে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। কাল রবিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ পথে বাণিজ্যিক কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নাসিদুল হকও এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান জানান, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও সীমিত আকারে যাত্রী ভ্রমণের অনুমতি আছে, যাত্রীরা যাতায়াত করছেন।