তিন কিশোর হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পুলিশে হস্তান্তর

FB_IMG_1597429492727

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত তিন কিশোরের ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সোমবার রাতে যশোরের সিভিল সার্জনের মাধ্যমে রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পৌঁছে দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, '১৭ আগস্ট দুপুরে ময়নাতদন্তের রিপোর্ট সিভিল সার্জনের কাছে পৌঁছে দেওয়া হয়।'

তিন কিশোরের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, 'মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের কারণে জখম হয়।'

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, 'রাতেই রিপোর্টটি পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।'

জানতে চাইলে এই মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর রকিবুজ্জামান বলেন, 'রিপোর্টটি আমার হাতে এখনও এসে পৌঁছায়নি। শুনেছি পুলিশ সুপার স্যারের কাছে রিপোর্টটি পৌঁছে দেওয়া হয়েছে।'

উল্লেখ্য, ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে সালিশের নামে ১৮ বন্দি কিশোরের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে তিন কিশোর নিহত হয়। আহত হয় ১৫ কিশোর।
নিহত কিশোর পারভেজের বাবা রোকা মিয়ার দায়ের করা মামলায় গ্রেফতার ও সাময়িক বহিষ্কার ওই কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে রিমান্ডে রয়েছেন। গ্রেফতার হয়েছে ওই ঘটনায় জড়িত ৮ কিশোর।