১২ বছরে মনি-মুক্তা



মনি-মুক্তাবাংলাদেশে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রথমবারের মতো পৃথক হওয়া দুই বোন মনি-মুক্তার জন্মদিন পালিত হয়েছে। প্রায় ১১ বছর আগে ২২ আগস্ট মনি-মুক্তা জন্ম নেয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু মনি-মুক্তাকে সফলভাবে পৃথক করা হয়।

শনিবার (২২ আগস্ট) জন্মদিনের সকালে মনি-মুক্তার জন্য কেক ও মিষ্টি নিয়ে বাড়িতে হাজির হয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। পরে এই আয়োজনে যোগ দেয় পুরো গ্রামবাসী।

মনি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল বলেন, মনি-মুক্তার জন্মদিনে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল কেক নিয়ে আসবেন, এটা স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি মেয়েগুলো আমাদের জন্য আশীর্বাদ।

মনি-মুক্তা এখন বাড়ির পাশে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। তারা পিএসসি পরীক্ষায় অংশ নেবে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পালপাড়ায় মনি-মুক্তা বাবা জয় প্রকাশের বাড়ি। জন্মের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম রাখেন মনি ও মুক্তা। অতঃপর ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসাপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের সফল অস্ত্রোপচারের পর মনি-মুক্তা আলাদা হয়।