আটক বাবুল হোসেন ওই গ্রামের মনির হোসেনের ছেলে।
আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আলামপুর কুলবাগান গ্রামে নামি-দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে একটি চক্র ভেজাল কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরির্দশক পিয়ার উদ্দিন, উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, ইউনুস আলী গাজী, এসআই মাহফুজ হোসেন ফোর্স নিয়ে ভোররাতে সেখানে অভিযান চালান। এ সময় একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমল পানীয় জব্দ করা হয়। আটক করা হয় বাবুল হোসেনকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।