সাতছড়ি উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত

াাহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করেছে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যপ্রাণী অবমুক্ত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।


বন বিভাগ জানায়, অবমুক্ত করা প্রাণীগুলো হলো- ৩০টি অজগর সাপের বাচ্চা, একটি বড় অজগর সাপ, তিনটি বাদামি বানর, একটি তক্ষক সাপ, দুটি পিট ভাইপার, দুটি লজ্জাবতী বানর, একটি মেছো বিড়াল এবং চারটি বনবিড়াল। পরে বন্যপ্রাণীর খাদ্যের জন্য দুটি বটগাছ রোপণ করা হয়।

BT-Newএ সময় আরও উপস্থিত ছিলেন- সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন, বিট কর্মকর্তা আবুল কালাম শামসুউদ্দীন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতেশ রঞ্জন দেব ও পরিচালক স্বপন দেব সজল প্রমুখ।