টেন্ডার সম্পন্ন হওয়া পেঁয়াজ রফতানি করেনি ভারত

টিসিবির ট্রাক সেলে বিক্রি হচ্ছে পেঁয়াজ

আগের এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা পেঁয়াজগুলো রফতানির সম্ভাবনা থাকলেও সেই অনুমতি দেয়নি ভারত সরকার। তাই বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির কথা থাকলেও তা সম্ভব হয়নি। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি চালু থাকলেও ভারত থেকে কোনও পেঁয়াজ দেশে প্রবেশ করেনি। তবে বৃহস্পতিবার পেঁয়াজ আসতে পারে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে গত সোমবার ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে করে আমাদের ২৫০টি পেঁয়াজবোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়ে ছিল। একইসঙ্গে দশ হাজার টনের মতো পেঁয়াজের এলসি দেওয়া ছিল, যার প্রক্রিয়া বন্ধ রাখে তারা। তবে ভারতীয় ব্যবসায়ীরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা পেঁয়াজগুলো রফতানি হতে পারে বলে জানিয়েছিল। সেই মোতাবেক আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু তারা পেঁয়াজ রফতানি করেনি। এবিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার সেই অনুমতি পত্র বা নোটিফিকেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে।