১০৫ পিস ইয়াবা রাখায় এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

কারাদণ্ড

গাইবান্ধায় মাদক মামলায় আব্দুর রশিদ প্রধান (৪০) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ প্রধান গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের মৃত আইয়ূব হোসেনের ছেলে।

গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৮ সালে ইয়াবা বড়ি বিক্রির সময় হাতেনাতে রশিদকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

তিনি আরও জানান, আসামির জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আ. রশিদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন।