নামের আগে ডাক্তার লাগিয়ে প্রতারণা




ভ্রাম্যমাণ আদালতপেশায় চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এই জরিমানা করেন।



ভুয়া ডাক্তার একই উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্দি গ্রামের মৃত আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে।

বিকাল সাড়ে পাঁচটার দিকে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে মো. গিয়াস উদ্দিন ভূইয়া নামের ওই পল্লী চিকিৎসককে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় জরিমানা ও সাজা দেওয়া হয়। পরে আসামি জরিমানার টাকা তাৎক্ষণিক প্রদান করায় কারাদণ্ড মওকুফ এবং তার মেডিক্যাল প্র্যাকটিস বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন।