পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার কার্যকর




পেঁয়াজ (ছবি: ফোকাস বাংলা)পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারির পর তা দিনাজপুরের হিলি স্থলবন্দরে কার্যকর হয়েছে।

হিলি স্থল শুল্কস্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপ করা ছিল। গতকাল ২২ সেপ্টেম্বর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি হয়। পরে গতকাল থেকেই হিলি স্থল শুল্কস্টেশনের সার্ভারে সেটি কার্যকর করা হয়েছে। এখন থেকে পেঁয়াজ আমদানিতে কোন শুল্ক থাকলো না, যা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

তবে এখনই হিলি স্থলবন্দরে শুল্ক প্রত্যাহারের প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, হিলি বন্দর দিয়ে মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। কিন্তু ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ রাখায় শুল্ক প্রত্যাহারের সুফল ব্যবসায়ীরা পাবেন না। তবে চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য সমুদ্র বন্দরগুলোতে এর প্রভাব পড়বে বলে জানান তিনি।