মুফতি আলাউদ্দিনকে মুক্তি না দিলে হরতালের হুঁশিয়ারি

1হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ্ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ সুন্নতে ওয়াল জামায়াত ঐক্য পরিষদ। আলাউদ্দিন জিহাদীকে নিঃশর্ত মুক্তি না দিলে বিক্ষোভ, গণজামায়েত ও হরতালসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মহিউদ্দিন হামেদী৷ তিনি দাবি করেন, মুফতি আলাউদ্দিন জিহাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে৷ অনতিবিলম্বে তাকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও কারাগার থেকে মুক্তি দেওয়া না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী ইন্তেকাল করলে রাতে তাকে নিয়ে নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেইজে কটূক্তিমূলক একটি পোস্ট দেওয়া হয়। এ ঘটনায় ওলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতারা মুফতি আলাউদ্দিন নম আসামি করে ফতুল্লা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। ২০ সেপ্টেম্বর পুলিশ মুফতি আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে।