ঢাবি শিক্ষার্থী শফিকুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জলিল মিয়া (৪৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বানিয়াদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আ. জলিল মিয়া রূপগঞ্জের বানিয়াদি এলাকার মৃত আবেদ আলী প্রধানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সালে রূপগঞ্জের বানিয়াদি গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলামকে দুর্বৃত্তরা নৃশংসভাবে গুলি করে হত্যা করে। এ হত্যার ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মো. জলিল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে মামলার রায় হওয়ার পর থেকে আ. জলিল মিয়া গা ঢাকা দিয়ে প্রথমে বিদেশে পাড়ি জমান। পরবর্তীতে দেশে ফিরে এসে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের বানিয়াদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার।