হালদায় বালু তোলার চারটি অবৈধ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

মাছের প্রাকৃতিক অভয়াশ্রম হালদা নদীতে অভিযান চালিয়ে চারটি বালু তোলার ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস করে দেয় প্রশাসন।

 

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব নৌকা ধ্বংস করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

মাছের প্রাকৃতিক অভয়াশ্রম হালদা নদীতে অভিযান চালিয়ে চারটি বালু তোলার ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস করে দেয় প্রশাসন।

এ সম্পর্কে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, হালদার মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীর উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে নৌকাগুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সোমবার রাতে উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।