ধর্ষণের ঘটনার দ্রুত বিচার বাস্তবায়নের দাবি

received_347400639912013

সম্প্রতি সারাদেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনার দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা নাগরিক ফোরাম। শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা নাগরিক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুর্ষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সদর উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক ইফতেখার উদ্দিন স্বপনসহ সংগঠনের নেতাকর্মীরা।

সিলেট এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ ,নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা এবং ধর্ষকদের সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।