কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে চাচা-ভাতিজার মৃত্যু

 



সেপটিক ট্যাংক থেকে মৃত ছাগল তুলতে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে রাজু বাউরী (১৭) ও দুর্গাচরণ বাউরী (৪৫) নামে দুই চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা দু’জন সর্ম্পকে চাচা-ভাতিজা। শুক্রবার (১৬ অক্টোবর) কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের বাউরী লাইনে এ ঘটনা ঘটে। 

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত দু’জনের লাশ উদ্ধার করেছেন।

জানা যায়, চাতলাপুর চা বাগানের বাউরী লাইনের দুর্গাচরণ বাউরীর (৪৫) একটি ছাগল একদিন আগে বাড়ির পেছনের অবস্থিত ৩০ ফুট গভীর একটি সেপটিক ট্যাংকে পড়ে মারা যায়। সেই মৃত ছাগলটি শুক্রবার বিকালে উদ্ধার করতে গিয়ে মাথা ঘুরে ছাগলের মালিক দুর্গাচরণ বাউরী ট্যাংকে পড়ে যান। এ ঘটনা দেখে ভাতিজা রাজু বাউরী চাচাকে উদ্ধার করতে গিয়ে নিজেও সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যান। ঘণ্টাখানেক পর পরিবারে সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে খবর পেয়ে সীমান্ত চাতলাপুর চা বাগানে পৌঁছে বিকাল ৫টায় দু’জনের মরদেহ উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। 

কুলাউড়া উপজেলার কানিহাটি চা বাগানের স্থানীয় ইউপি সদস্য সীতারাম বিন জানান, নিহত দুই জন স্থানীয় চা বাগানের শ্রমিক। মৃত ছাগল তুলতে গিয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ফায়ারম্যানরা লাশ উদ্ধার করা করেছে। খবর পেয়ে কুলাউড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল কাদির বলেন, চাতলাপুর চা বাগান কাছাকাছি থাকায় আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি।

তদন্তের পর দু’জনের মৃত্যুর কারণ বোঝা যাবে বলে জানান কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।