নওগাঁ-৬ আসনে জিতলেন আ.লীগের হেলাল, অর্ধদিবস হরতালের ডাক বিএনপির

 

আনোয়ার হোসেন হেলাল
নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল। নির্বাচন কমিশন বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে তাকে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। তবে এ ফলাফল বর্জন করে আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) আসনটিতে (রানীনগর ও আত্রাই উপজেলায়) আধাবেলা হরতাল আহ্বান করেছে বিএপি।

এর আগে ভোট চলাকালে শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় প্রতিটি কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টকে পিটিয়ে বের করে দেওয়া, বিএনপি সমর্থকদের ভোট দিতে না দিয়ে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।
এই প্রথম এই আসনের সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
নওগাঁ-৬ আসনের ভোটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান নিশ্চিত করেছেন, এ নির্বাচনে ৩৬.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিএনপির ফল প্রত্যাখ্যান এবং রানীনগর ও আত্রাই উপজেলায় হরতালের ডাক
অপরদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ও প্রহসনের এই ভোট বাতিলের দাবিতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এ আসনে অর্থাৎ রানীনগর ও আত্রাই উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেন বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।