রাঙ্গাবালীতে সংঘবদ্ধ ধর্ষণ: ২ অভিযুক্তকে আদালতে সোপর্দ

পটুয়াখালীপটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামে ঘরে ঢুকে গৃহবধূকে নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে রাঙ্গাবালী থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলাটি করেন।এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত আসামিরা হলো– চরমোন্তাজ ইউনিয়ানের চরমারগারেট গ্রামের মজিবর শরিফের ছেলে শাকিল শরিফ (২২), চররুস্তম গ্রামের মৃত সিদ্দিকুর রহমান মুন্সির ছেলে আল হাদি (২২) এবং চরমারাগারেট গ্রামের আলাউদ্দিন চৌকিদারের ছেলে আরিফ চৌকিদার (২১)।

পুলিশ জানায়, ইতোমধ্যে প্রধান অভিযুক্ত শাকিল ও আল হাদিকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়। তবে অপর আসামি আরিফ এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৩ অক্টোবর তার নয় বছরের ছেলে এবং আসামি শাকিলের আট বছরের ছোট ভাইয়ের ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে মতবিরোধ হয়। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে সালিশ মীমাংসা হলেও সেই সিদ্ধান্ত শাকিলের মনঃপূত হয়নি।

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে আসামি শাকিলসহ অন্যরা শুক্রবার রাতে হঠাৎ ঘরে ঢুকে তার স্ত্রীর হাত-মুখ ওড়না দিয়ে পেঁচিয়ে টেবিলের সঙ্গে বেঁধে শরীরিক নির্যাতন করে। নির্যাতনে তার বাঁ হাতের হাড় ভেঙে যায়। একপর্যায় জোর করে আসামিরা পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে ঘরে থাকা দেড় লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে তাকে বেঁধে ফেলে রেখে যায়। ঘটনার পর বাড়ি গিয়ে হাত-মুখের বাঁধন খুলে দিয়ে স্ত্রীর কাছ থেকে এসব তথ্য জানতে পারেনতিনি। ঘটনার পর অসুস্থ অবস্থায় শনিবার সকালে তার স্ত্রীকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।