সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ ‌

Pic

বান্দরবানে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযো‌গে ২ জনকে গ্রেফতার করে‌ছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) দুপু‌রে ভুক্তভোগী নিজে বান্দরবান সদর থানায় এসে ধর্ষণের অভিযোগে মামলা করেন। আসামিরা হলো- বান্দরবান পৌরসভার ৯নং ওয়া‌র্ডের বাসিন্দা মীর আহম্মদের ছে‌লে মো. রফিক (২৫), মৃত হেলাল মিয়ার ছে‌লে মো. জিহাদ (১৮) ও মো. জয়নাল (৩০)। সন্ধ্যায় বান্দরবান সদর থানার পুুলিশ অভিযান চালিয়ে রফিক ও জিহাদকে গ্রেফতার করে। তবে মামলার প্রধান আসামি জয়নাল পালিয়ে যায়।

পুলিশ জানায়, বান্দরবান পৌরসভার ৯নং ওয়া‌র্ডের সিকদার পাড়ায় এক তরুণীকে শনিবার (১৭ অক্টোবর) রাতে জরুরি কথা আছে বলে ডেকে নেয় জয়নাল নামে একজন। পরে সেখানে হাজির হয় স্থানীয় রফিক ও জিহাদ। এরপর তারা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং তা ভিডিও করে।

এবিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, 'ভিকটিমের অভিযো‌গের পরিপ্রে‌ক্ষি‌তে আমরা দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় পলাতক মো. জয়নালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়ে‌ছে।'

ওসি মো.শহিদুল ইসলাম চৌধুরী আরেও বলেন, 'বাদী হয়ে এই বিষয়ে একটি সংঘবদ্ধ ধর্ষণ ও একটি পর্ণগ্রাফি মামলা দায়ের করে‌ছেন এবং পরর্বতী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়ে‌ছে।'