পুলিশ সুপারসহ নীলফামারীতে করোনায় নতুন আক্রান্ত ৮

নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমাননীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানসহ নতুন করে আট জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৩৯ জন।  বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া তথ্যে নীলফামারী জেলার ৩৮টি নমুনা পরীক্ষা করে আট জনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্তরা হলেন– পৌর শহরের শান্তিনগর এলাকার মিলন (৪৫), সিএইচসিপি মাহাবুল ইসলাম (৩২); পূর্ব দুকুরী এলাকার জগদীশ চন্দ্র রায় (৪৫) ও জয়ন্ত মোহন (৬৫); জেলার জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা এলাকার সামলা আক্তার (২৯) এবং কিশোরীগঞ্জের ডাঙ্গাপাড়া এলাকার সোহেল রানা (৩২) ও সানজিদা খাতুন (৩০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, জেলায় মোট এক হাজার ১৩৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭৭ জন এবং মারা গেছেন ২০ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন।

আক্রান্তদের মধ্যে সদরে ৬০০ জন, ডোমারে ৯৪ জন, ডিমলায় ১০০ জন, জলঢাকায় ১৫৪ জন, কিশোরীগঞ্জে ৫৯ জন ও সৈয়দপুর উপজেলায় ১৩২ জন রয়েছেন। জেলা সদরে সাত জন, সৈয়দপুরে ছয় জন, জলঢাকায় পাঁচ জন, কিশোরীগঞ্জে একজন ও ডোমার উপজেলায় একজন মারা গেছেন।