আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে ৫ যাত্রী নিখোঁজ

স্পিডবটে যাত্রা (ফাইল ছবি)

পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা কোরালিয়া প্রান্ত থেকে গালাচিপা উপজেলার পানপট্টি প্রান্তে আসার সময় ঝড়ের সময় ঢেউয়ের তোড়ে তলা ফেটে ১৮ যাত্রী নিয়ে স্পিডবোটটি ডুবে যায়। এতে ১৩ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলো রাঙ্গাবালী থানার পুলিশ সদস্য মো. মহিবুল্লাহ (৪৫), বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। পটুয়াখালী আসা ব্যাংকের পরিদর্শক মো. মোস্তাফিজ (৩৫), কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)। পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্পিডবোট ডুবির ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা গেছেন। কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন এবং কতজন যাত্রী উদ্ধার হয়েছেন তা এখনও সঠিক করে বলা যাচ্ছে না।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ডসহ অভিযান অব্যাহত আছে বলে জানান রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান।