কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত দুই দিনের রিমান্ডে

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দোয়ারাবাজারের একটি গ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার বিল্লাল হোসেন (২৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আমলি আদালত দোয়ারাবাজার জোনের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহা রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।

প্রসঙ্গত, দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে একই গ্রামের ৫ জন মুখ বেঁধে মেয়েটিকে তুলে নিয়ে যায়। এরপর পাশের ধানক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায় ভিকটিম। কিন্তু, অভিযুক্তদের আত্মীয়-স্বজনরা কিশোরীর অভিভাবকদের মামলা করতে দেয়নি। আপস মীমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে তারা। এক সপ্তাহ পর ২০ অক্টোবর মঙ্গলবার মেয়েটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন বিষয়টি জানাজানি হওয়ায় পুলিশ ওইদিন বিকালে অভিযুক্তদের একজন বিল্লাল হোসেনকে গ্রেফতার করে।

এ ঘটনায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গ্রেফতারকৃত বিল্লাল হোসেনসহ পাঁচ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন কিশোরীর মা। অপর আসামিরা হচ্ছেন হোসাইন আহমদ (২০), রিয়াজ উদ্দিস (২৩), আছকির আলী (২৫) ও তেরাপুর গ্রামের আইয়ুব আলী (২০)। তাদের গ্রেফতারে মাঠে আছে পুলিশ।