ঝগড়ার জেরে পেটে বাতাস ঢুকিয়ে দেওয়া শ্রমিকের মৃত্যু

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালরংপুর নগরীর মাহিগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে থাকা শ্রমিক মহির উদ্দিন (৬০) মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মারা যান তিনি। রংপুর মেট্রোপলিটান পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাহিগঞ্জ এলাকায় জমজম ফিডে শ্রমিক হিসেবে কাজ করতেন মাহিগঞ্জ কাইদাহারা মহল্লার মহির উদ্দিন। বুধবার (২১ অক্টোবর) বিকালে ফিড মিলের মেশিন পরিষ্কার করার হাওয়া মেশিন নিয়ে অপর শ্রমিক রশিদুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রশিদুল মেশিনের পাইপ দিয়ে মহির উদ্দিনের পেছন থেকে পেটে বাতাস ঢুকিয়ে দেয়। বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ারুল হোসেন জানান, মহির উদ্দিনের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ একেবারে কাজ করছিল না। সে কারণে তাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি, পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি। মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান জানান, এ ঘটনায় মৃত মহির উদ্দিনের পক্ষে থানায় কেউ অভিযোগ দিতে আসেনি। এরপরও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।