গাজীপুরে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরগাজীপুরে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃষ্টির কারণে গাজীপুর সিটি করপোরেশনের মৌচাক-হাতিমারা সড়কের লোহাকৈরের গলাকাটা ব্রিজ এলাকায় সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ওই সড়কে চলাচলের সময় মালবোঝাই ট্রাকসহ কয়েকটি গাড়ি গর্তে আটকে যায়। রাত দেড়টার দিকে ৪-৫জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে যায়। এসময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িচালক ও হেলপারসহ আরোহীদের কাছ থেকে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। তারা পালিয়ে যাওয়ার সময় পরিবহন শ্রমিকরা এক ছিনতাইকারীকে একটি দাসহ আটক করে। পরে উত্তেজিত পরিবহন শ্রমিক ও স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে, এসময় ঘটনাস্থল থেকে একটি দা জব্দ করা হয়। পুলিশ আহত ব্যক্তিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। তবে ওই ব্যক্তির পরিচয় মেলেনি বলে জানান তিনি।

পরিবহন শ্রমিক শাহাদত ও শাহিনুরসহ স্থানীয়রা জানান, ঘটনাস্থলে আটক ব্যক্তি নিজের নাম লিটন মিয়া এবং গ্রামের বাড়ি জয়পুরহাট জেলা সদর থানার কুলুপাড়া এলাকার সুগার মিলের সামনে বলে জানিয়েছে। বর্তমানে সে গাজীপুরের বোর্ডবাজার বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতো।