দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৯ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ

ঝিনাইদহে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ৯ ঘণ্টা পর সকাল ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন সাফদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা।

তিনি আরও জানান, সকাল ৬ টার দিকে ঈশ্বরদী থেকে একটি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আপ ট্রেনটির বগি উদ্ধার এবং লাইন মেরামতের পর ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ১১টা ৩৮ মিনিটে এই স্টেশনের ওপর দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করে।

উল্লেখ্য, সোমবার দিনগত রাত ( মঙ্গলবার) ২টার দিকে দর্শনা থেকে নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনটি স্টেশনে ইন করার সময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আপ মালগাড়িটি সিগন্যাল ছাড়াই স্টেশনে ঢুকলে দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং বগিতে বহন করা অনেক তেল পড়ে নষ্ট হয়ে যায়। এদিকে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।