সীমান্ত অতিক্রমের সময় মা-ছেলে আটক

Jhenidah border arrest Photo 27-10-20

সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হয়েছেন মা ও ছেলে। সোমবার রাত সোয়া ১০টার দিকে বিজিবি ওই দুজনকে আটক করেন। আটকরা হলো- কুষ্টিয়া ইসলামি বিশ্বদ্যিালয় (ইবি) থানার হাতিয়া গ্রামের মৃত অমর চন্দ্র পালের স্ত্রী কল্পনা রানী পাল ( ৫৫) ও তার ছেলে নরেন পাল (২৬)।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল কামরুল আহসানের বরাত দিয়ে অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবির খোসালপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সোলেমানপুর এলাকার মাঠ থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করেন। তারা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্র ভারতে যেতে চেয়েছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটক দুজনকে থানায় পাঠানো হয়েছে।