আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

Chapainawabganj PHOTO-03. 27.10.20



চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ-ভাঙচুরের ঘটান ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে। এসময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উন্নয়ন মাসিক সমন্বয় সভা চলাকালে উন্নয়ন কর্মসূচির সরকারি বরাদ্দের কাজের ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররুমের কথা কাটাকাটি হয়। এনিয়ে সভায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররম সভা থেকে বেরিয়ে যাওয়ার পর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগ নেতা শামীমকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন মারধর করে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

Chapainawabganj PHOTO-04.27.10.20

সংঘর্ষে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পৌর মেয়র কারিবুল হক রাজিন আহতের সত্যতা নিশ্চিত করে জানান, 'এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।'

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন জানান, 'উন্নয়ন মাসিক সমন্বয় সভাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হলেও বড় ধরনের কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি।'