গোপালগঞ্জে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার হাটহিন্দু ধর্মমতে, ধন-সম্পদের দেবী হলো লক্ষ্মী। গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়ের হাজারও মানুষ প্রতিবছরের মতো এবারও পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন।

জেলা শহরের গোহাটা সার্বজনীন কালিবাড়িসহ প্রায় দুই শতাধিক স্থানে বসেছে ললক্ষ্মী প্রতিমার হাট। কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে মূর্তি বেচাকেনা করছেন। যে যার পছন্দ অনুযায়ী সাধ্যমতো প্রতিমা কিনছেন।

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার হাটছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০-১৫০ টাকা। বড় প্রতিমা মূল্য ২০০-১৫০০ টাকা পর্যন্ত। পাশাপাশি পূজার উপকরণ হিসেবে বিক্রি হচ্ছে নলডুগলি লতা, কলা গাছ, হলুদ গাছ, পদ্মফুল ও শোলার মালা।

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার হাটশুধু শহর নয়; গ্রাম, পাড়া ও মহল্লার হাজার হাজার হিন্দু বাড়িতে মন্ডপ তৈরি করে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি মন্ডপের জন্য একটি করে লক্ষ্মীমূর্তি স্থাপন করা হয়।

আগামীকাল (৩০ অক্টোবর) বিকাল ৫টা ৪৯ মিনিট থেকে পূজা শুরু হয়ে চলবে পরদিন বিকাল পর্যন্ত।